আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চায়ের দাওয়াত প্রধানমন্ত্রীর

অষ্টম জাতীয় বেতন কাঠামো নিয়ে লাগাতার কর্মবিরতিতে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সোমবার সকালে চায়ের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সঙ্কট নিরসনে শিক্ষক নেতারা বেশ কদিন ধরেই প্রধানমন্ত্রীর নির্দেশনা কামনা করে আসছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকনেতা আ জ ম শফিউল আলম ভুঁইয়া এই দাওয়াতের বিষয়টি নিশ্চিত করেছেন।

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে নিজেদের পদের ‘অবনমন’ ও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের প্রতিবাদে গত কয়েক মাস ধরেই আন্দোলন চালিয়ে আসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী ১১ জানুয়ারি থেকে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লাগাতারা কর্মবিরতি পালন করে আসছেন শিক্ষকরা। যার ফলে এই বিশ্ববিদ্যালয়গুলো কার্যত অচল হয়ে পড়েছে।

এছাড়া নিজেদের দাবি বাস্তবায়নে আজ বিকেলে শিক্ষা সচিব মো. সোহরাব হোসেনের কাছে একটি প্যাকেজও জমা দিয়েছেন শিক্ষক নেতারা। শিক্ষকদের দাবিগুলো কীভাবে বাস্তবায়িত হতে পারে তার কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়েছে প্যাকেজে।



মন্তব্য চালু নেই