দেশে গণতন্ত্রের পরিবর্তে জঙ্গলতন্ত্র চলছে

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেছেন, ‘দেশে আজ গণতন্ত্রে পরিবর্তে জঙ্গলতন্ত্র চলছে, লাশের মিছিল চলছে। আজ রাস্তা-ঘাটে, এমনকি ঘরের ভিতরেও একের পর এক লাশ পাওয়া যাচ্ছে। দেশে সত্যিকারের উন্নয়ন হচ্ছে না, হচ্ছে লাশের উন্নয়ন।’

জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান হিমু হত্যার প্রতিবাদে রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাবলু বলেন, ‘আজ আমাদের ছাত্র সমাজের সাবেক সভাপতি হিমুকে হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য হিমু প্রতিনিয়ত খুন হচ্ছে, গুম হচ্ছে। আজকে দেশে সাধারণ মৃত্যুর গ্যারান্টি নাই। আজও পত্রিকার পাতায় দেখা গেছে, একই পরিবারের ৫ জনকে হত্যা করা হয়েছে। একের পর এক হত্যার মিছিল হচ্ছে, কিন্তু কোনো হত্যাকাণ্ডেরই বিচার হচ্ছে না। সরকারের দায়িত্ব জান-মালের নিরাপত্তা দেয়া, সরকার তাতে ব্যর্থ হচ্ছে। এ ব্যর্থতায় দায় জাতীয় পার্টি নেবে না।’

জিয়াউদ্দিন বাবলু আরো বলেন, ‘দেশে আইনের শাসন দিনে দিনে ওঠে যাচ্ছে। জনগণের প্রতিবাদ ও বলিষ্ঠ কণ্ঠস্বরই সরকারকে সুশাসনে বাধ্য করবে। আমরা সাধারণ মৃত্যুর গ্যারান্টি চাই।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে এধরনের কোনো গুম-খুনের ঘটনা ঘটে নাই। এক সঙ্গে ৫-৭ জনের লাশের মিছির দেশবাসী দেখে নাই। এর কারণ, আমাদের আমলে দেশে সুশাসন ছিলো। আমরা এ সুশাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজপথে যেমন আন্দোলন করছি, সংসদেও আমরা আন্দোলন করবো।’

জাতীয় ছাত্র সমাজ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের সভাপতি সৈয়দ ইফতেখার আহসানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাংগঠনিক সম্পাদক শাহ-ই-আজম, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল হামিদ ভাসানী, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল কাকরাইল থেকে শুরু হয়ে পল্টন, প্রেসক্লাব, জিরোপয়েন্ট হয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।



মন্তব্য চালু নেই