আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলির ভিডিও প্রকাশ (ভিডিও)

বেসরকারি শিক্ষাখাতে সরকারের আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুর ১.৩০ থেকে রামপুরা ব্রিজে মানব বন্ধন করে। প্রায় তিনশত থেকে চারশত ছাত্রছাত্রী যোগ দেয় মানব বন্ধনে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার পর এক পর্যায়ে রাবার গুলে ছুড়ে ছাত্রদের উদ্দেশ্য করে। ঘটনাস্থলে গুরুতর ভাবে আহত হয় ডেপুটি রেজিস্ট্রার তাসফিকুল এলাহী চৌধুরী সহ একজন অধ্যাপক। এছাড়া আরও প্রায় পঁচিশ জন ছাত্র আহত হয় গুলিতে যাদের মাঝে ছয় জন গুরুতর ভাবে আহত। গুরুতর আহত ছাত্রদের একাংশকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বাকিদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেডিক্যাল সেন্টারে প্রাথমিক সেবা দেয়া হয়।
পুলিশ গুলির বিষয়টি অস্বীকার করলেও আওয়ার নিউজ বিডি’র হাতে একটি ভিডিও চিত্র আসে। যেখানে দেখা যায় আন্দলনরত ছাত্রদের উপর পুলিশ গুলি চালায়। এবং তা মুহুমহু শব্দে প্রতিকম্পিত হয়। ছাত্রদের দ্বীগবিদিগ ছুটতে দেখা যায়।
এদিকে আজও তাদের আন্দলন অব্যাহত ছিল।
https://www.youtube.com/watch?v=swpPBmHLtos
মন্তব্য চালু নেই