আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে মঙ্গলবার তিনি এই মনোনয়ন পান বলে জানিয়েছে বিবিসি।
ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে দলীয় সম্মেলনে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রতিনিধিরা তার পক্ষে ভোট দেন। মনোনয়ন পাওয়ার পর এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়া বিরাট সম্মানের।
সম্মেলনে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও বক্তৃতা করেন। তিনি বলেন, আমার বাবার কাছে যা কিছু অসম্ভব, সেখান থেকেই তিনি শুরু করেন, তিনি জীবনকে দেখেন এভাবেই।
মন্তব্য চালু নেই