আনসারুল্লাহ বাংলা টিমপ্রধানের বিচার শুরু

রাজধানীর মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার অনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষের জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, রাজধানীর মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

২০১৩ সালের ২৪ আগস্ট মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে ডিবি পুলিশের পরিদর্শক নিবারন চন্দ্র বর্মন বাদী হয়ে মামলাটি করেন।

২০১৪ সালের ৮ সেপ্টেম্বর ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অন্য আসামিরা হলেন- সাইদুল ইসলাম, আবু হানিফ, জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, নাইমুল হাসান, জম্মুন, পিয়াস, আমিনুল ইসলাম ও আলি আজাদ।



মন্তব্য চালু নেই