আধা ঘণ্টায় ৩ দফা ভূমিকম্প, তিব্বতে আতঙ্ক

চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বতে আধা ঘণ্টার মধ্যে তিন দফা মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। এত সে অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনো ক্ষয়-ক্ষতির কোর খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় রোববার সকাল ৭টা ৩২ ও ৭টা ৩২ মিনিটে হিমালয় সংলগ্ন জিয়াংগায় এবং ৮টা ৫ মিনিটে শেলকার অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, জিয়াংগার দুই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫ ও ৫ দশমিক ১।

পরে শেলকারে অনুভূত ভূমিকম্পও ৫ দশমিক ১ মাত্রার ছিল। তিনটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে।

তিনটি স্থানই নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১৩০ কিলোমিটারের মধ্যে।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে আসেনি।



মন্তব্য চালু নেই