আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন উৎসাহ উদ্দীপণার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আত্রাই থানা ছাত্রদলের উদ্যোগে বেলা ১১টার সময় বিহারীপুর রেলগেট চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে বিহারীপুর রেলগেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির রতনের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অথিতির বক্তব্য প্রদান করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলু।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুলবারী রঞ্জু, তছলিম উদ্দিন, আব্দুল মান্নান, আব্দুল হাকিম, আব্দুল মান্নান সরদার, শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা নাসির উদ্দিন চঞ্চল, ছাত্র নেতা নসিব, মোঃ সেন্টু, লোটাস, সুইট প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই