কুড়িগ্রাম সীমান্তে ফেন্সিডিল আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকা থেকে ৯৫ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি।

সোমবার ভোররাতে অনন্তপুর বিওপির নায়েক মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি’র টহল দল এসব ফেন্সিডিল আটক করে।

বিজিবি জানায়, টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য পাঁচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে ভোররাতে আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৪৬ এর ৪ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর অনন্তপুর নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে ১ জন ব্যাক্তি মাথায় বস্তা নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। সেখান হতে বিজিবি টহলদল ৯৫ বোতল ফেন্সিডিল জব্দ করে। জব্দকৃত ফেন্সিডিলের সিজার মূল্য ৩৮ হাজার টাকা।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন বলেন, জব্দকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।



মন্তব্য চালু নেই