আটকা পরা লঞ্চটি ডুবোচর থেকে উদ্ধার
বৃহস্পতিবার ভোরে মেঘনা নদীতে ২ হাজার যাত্রী নিয়ে ডুবোচরে আটকে পরা এমভি টুটুল লঞ্চটি উদ্ধারের পর বরিশালের উদ্দেশে ছেড়ে গেছে।
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ডুবোচরে আটকা লঞ্চটি জোয়ায়ের পানি বৃদ্ধি পাওয়ার পর বেলা একটার দিকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে মেঘনা নদীতে ২ হাজার যাত্রী নিয়ে এমভি টুটুল নামের একটি লঞ্চ ডুবুচরে অাটকা পড়ে। তবে যাত্রীদের বিকল্প ব্যবস্থায় সরিয়ে নেয়ার চেষ্টা চলছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁদপুর থেকে এমভি টুটুল নামের লঞ্চটি যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। পরে বৃহস্পতিবার ভোরের দিকে ভাটার কারণে লঞ্চটি একটি ডুবুচরে আটকা পড়ে।
মন্তব্য চালু নেই