আজো কাঁপল নেপাল, এ নিয়ে ১৫০ বার
আবারো দুই দুইবার ভূমিকম্পে কেঁপে উঠল বিপর্যস্ত নেপাল। এদিকে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৮৫ জনে। আহতের সংখ্যা ১৬৩৯০।
গতকাল রাত ২টা ১৯ মিনিটের দিকে কম্পন অনুভূত হয় নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। তারপর আবার ভোর ৬.১৭মিনিটে ফের কম্পন অনুভূত হয়। এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ।
কম্পনের কেন্দ্র, পূর্ব কাঠমাণ্ডুর সিন্দুপালচক ও দোলাখা অঞ্চল। বারবার আফটারশক অনুভূত হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা। ২৫ এপ্রিলের বিধ্বংসী ভূমিকম্পের পর প্রায় ১৫০বার কেঁপে উঠেছে নেপাল।
এদিকে বায়ুসেনার বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে অস্বীকার করেছে নেপালের ভারতীয় দূতাবাস। নেপাল সরকারকে না জানিয়ে উদ্ধার ও ত্রাণের কাজ করার অভিযোগ ওঠে ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে।
মন্তব্য চালু নেই