অচলাবস্থা নৌ রুটে, নেই আলোচনার উদ্যোগ

লাগাতার নৌযান শ্রমিক ধর্মঘটে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে অচলাবস্থা অব্যাহত রয়েছে। ধর্মঘটের দ্বিতীয় দিনেও মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনায় বসতে কোনো উদ্যোগের খবর পাওয়া যায়নি। সরকারের তরফেও কোনো উদ্যোগ নেই। ফলে পুরো পরিস্থিতি গোলমেলে।

এদিকে ধর্মঘট পালন করা শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়াই মালিকরা ঘোষণা দিয়ে নৌযান চালানোর চেষ্টা করছেন। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখতে অনড় নৌযান শ্রমিকরা।

মালিকদের ঘোষণার পর দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটে বৃহস্পতিবার ঢাকার সদরঘাট লঞ্চ ঘাট থেকে কিছু যাত্রীবাহী লঞ্চ ছেড়ে গেছে। বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছে একটিমাত্র লঞ্চ। দক্ষিণাঞ্চলের অনান্য জেলা থেকে কোনো লঞ্চ চলাচল করছে না।

ধর্মঘটের মুখে দেশের দুই সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মঙলায় পণ্য খালাস, পরিবহন এবং গভীর সমুদ্রে মৎস্য আহরণ বন্ধ রয়েছে।

বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে বুধবার মধ্যরাত থেকে অনির্দিষ্ট ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন।



মন্তব্য চালু নেই