আগ্রায় শ্বশুরবাড়ির সামনে অনশনে রাশিয়ান বৌমা
ভারতে শাশুড়ি-বৌমা ঝগড়া নতুন ঘটনা নয়। কিন্তু বিদেশিনী বৌমা শ্বশুরবাড়ির সামনে অনশনে বসে আছেন এই দৃশ্য এদেশে অভিনব। আগ্রায় এমনই ঘটনা দেখা যাচ্ছে।
২০১১ সালে বিক্রান্ত সিংহ চান্দেলের সঙ্গে বিয়ে হয় রাশিয়ার মেয়ে ওলগা এফিমেনকোভার। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে।
ওলগার অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে তাঁদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর স্বামী, মেয়েকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই কারণেই শ্বশুরবাড়ির বাইরে অনশনে বসেছেন ওলগা। -এবিপি আনন্দ
মন্তব্য চালু নেই