আগৈলঝাড়ায় ১২৫ বছরের মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী
বরিশাল প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের বিদ্যাপীঠ জেলার আগৈলঝাড়া উপজেলার ১২৫ বছরের ঐতিহ্যবাহী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেনের সমাধীতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সমন্ময়ে বর্নাঢ্য র্যালী বের করে গৈলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে স্কুল চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক সরদার, প্রধানশিক্ষক জহিরুল হক, সাবেক শিক্ষক আব্দুল মান্নান, তারক চন্দ্র দে প্রমুখ।
সূত্রমতে, স্থানীয় বাসিন্দা কৈলাশ চন্দ্র সেন বৃটিশ সরকারের ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শেষ করে নিজ এলাকার শিক্ষা প্রসারের জন্য ১৮৯৩ সালের ২৩ জানুয়ারি গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ছাত্র ছিলেন।
মন্তব্য চালু নেই