আগৈলঝাড়ায় বিয়ের আসর থেকে ভূয়া এসআই আটক

বরিশাল প্রতিনিধি : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই পরিচয়ে প্রতারনার মাধ্যমে বিয়ে করতে গিয়ে আটক হয়েছে এক প্রতারক। সোমবার দিবাগত মধ্যরাতে বিয়ের আসর থেকে ভূয়া এসআই উৎপল মন্ডলকে (৩৮) আটক করে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামে।

থানার এসআই এনামুল হক জানান, গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার বিজপাই গ্রামের নিরাপদ মন্ডলের পুত্র উৎপল মন্ডল নিজেকে পুলিশ পিবিআই’র এসআই পরিচয় দিয়েছে বাশাইল গ্রামের দেবেন্দ্রনাথ মুন্সীর কলেজ পড়–য়া কন্যাকে বিয়ে করার প্রস্তাব দেয়। সেমতে সোমবার রাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎপল বিয়ে বাড়িতে আসলে কথা বলার একপর্যায়ে স্থানীয় এক ব্যাক্তি উৎপলকে ‘পিবিআই’ এর পূর্ণাঙ্গ অর্থ জানতে চায়। উৎপল তা বলতে না পারায় স্থানীয়দের সন্দেহ হয়। এসময় স্থানীয়রা তাকে গণধোলাই দিলে উৎপল প্রতারনার বিষয়টি স্বীকার করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিবিআই’র ভূয়া এসআই পরিচয়ের উৎপলকে আটক করে। এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই