আকাশে এটা কিসের দেখা মিলল?
ম্যাসাচুসেটস এর আকাশে দেখা গেলো এক প্রতিচ্ছবি। গত সপ্তাহে আবহাওয়ার কারণে সেখানকার আকাশ ছিল মেঘে আবৃত। আর সেই মেঘের ভিতরেই ভেসে উঠে বিভিন্ন ধরণের প্রতিচ্ছবি। যেমন ঈগল, মানুষের মুখচ্ছবি ও ভয়ংকর সরসৃপ। তবে সবগুলোর মধ্যে একটি ছবি গর্জিলার, যে প্রতিচ্ছবিটিই সবচেয়ে বেশি স্পষ্ট ছিল।
আকাশে মেঘের ভেতর দেখা যায়, একটি ছোট হাত, একটি বাঁকা পা ও মুখ নিয়ে দাঁড়িয়ে আছে একটি গর্জিলা। এ সময় এই প্রতিচ্ছবি দেখতে হাজার হাজার মানুষ ম্যাসাচুসেটসের রাস্তায় নেমে আসে।
এটা নিয়ে ইতিমধ্যেই অনেক প্রশ্নের ঝড় উঠেছে, তবে অনেকেই মনে করছেন এটা আগাম কোনো বিপদ বার্তা হতে পারে। ফটোগ্রাফার জে আলবার্ট এই ছবিগুলি তার ক্যামেরায় ধারণ করেন।-সূত্র: মেইল অনলাইন।
মন্তব্য চালু নেই