‘আইপিএল একটি তামাশা’
ভারতের দেখাদেখি বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। তবে জনপ্রিয়তার দিক দিয়ে আইপিএলকে এখনো পেছনে ফেলতে পারেনি।
জনপ্রিয়তার পাশাপাশি আইপিএল নিয়েও রয়েছে নানান সমালোচনা। ভারতের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী এমএস গিলও সমালোচনা করেছেন এই লিগের। তার মতে আইপিএল একটি তামাশা।
তিনি বলেন, ‘ক্রিকেট এখন আর কোনো খেলা নয়। আর ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এটাকে মারাত্মক বাণ্যিজ্যিক রূপ দিয়েছে। বছরের ১২ মাসই ক্রিকেট খেলা হচ্ছে। এতো ক্রিকেট আসলে সাধারণ মানুষের জন্য ভালো নয়। ভালো নয় ছাত্র-ছাত্রী ও শিশুদের জন্যও।’
৭৯ বছর বয়সী গিল আইপিএলের সমালোচনা করে বলেন, ‘আসলে আইপিএল একটা তামাশা। এটা আসলে ক্রিকেটের কোনো উপকার করছে না। রোমানরা গ্লাডিয়েটরের লড়াইয়ের প্রচলন করেছিল। আর বিসিসিআই এখন ভারতের নাগরিকদের তামাশা উপহার দিচ্ছে। আর সেই তামাশার নাম আইপিএল। এটা আসলে বাণিজ্যিক একটি ইভেন্ট ছাড়া আর কিছু নয়। যার লক্ষ্য কেবল টাকা উপার্জন করা।’
গিল ২০০৮-২০০৯ সালে ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত ভারতের নির্বাচন কমিশনারেরও দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য চালু নেই