আইন মেনেই খালেদাকে গ্রেফতার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারে সরকার আইনি প্রক্রিয়া অনুসরণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রশ্নটি করেন স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান চৌধুরী। তবে মন্ত্রীর জবাব দেয়ার আগেই তিনি সংসদ থেকে ওয়াক আউট করেন।

মুজিবুর রহমান প্রশ্ন করতে গিয়ে বলেন, “আমি জানতে চাই দেশের এ অবস্থায় মানুষকে যারা পুড়িয়ে মারছে, যার হুকুমে মারছে, যাকে আমরা টিভিতে দেখেছি হুকুম দিয়েছে, অবরোধ করছে, সে নেতাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এর প্রতিবাদে আমি ওয়াকআউট করলাম।’ এ কথা বলেই জবাবের অপেক্ষা না করে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তিনি অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।

এ অবস্থায় স্পিকার কিছুক্ষণ চুপ থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জবাব দেয়ার আহ্বান জানান। জবাবে আসাদুজ্জামান খান বলেন, “সংসদ সদস্য যে প্রশ্ন করেছেন, যথার্থই বলেছেন। আমাদের সিস্টেম (পদ্ধতি) অনুযায়ী, আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”

প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।



মন্তব্য চালু নেই