আইএস হ্যাকারদের কবলে ফ্রান্সের টিভি নেটওয়ার্ক
ফ্রান্সের একটি গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক হ্যাক করেছে ইসলামিক স্টেটের (আইএস) হ্যাকাররা।
হ্যাকিংয়ের ফলে টিভিফাইভ মোন্ডে নামে ওই টেলিভিশন নেটওয়ার্কের ১১টি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। একই সঙ্গে চ্যানেলগুলোর ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া সাইটও হ্যাক করেছিল তারা।
স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ওই টেলিভিশন নেটওয়ার্ক হ্যাক করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হ্যাকারদের দখলমুক্ত করা হলে পুনরায় সম্প্রচার শুরু করে চ্যানেলগুলো।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনভ এক সংবাদ সম্মেলনে এ ঘটনাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অভিহিত করেছেন।
এ ঘটনায় জড়িতদের ধরতে ফ্রান্স বদ্ধপরিকর বলেও জানান তিনি।
এ ব্যাপারে তদন্ত চলছে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস জানিয়েছেন।
সূত্র : আলজাজিরা
মন্তব্য চালু নেই