আইএসের যোদ্ধা ২০ থেকে ৩১ হাজার: সিআইএ

সাম্প্রতিক সময়ে তুমুল প্রতাপশালী হয়ে ওঠা সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) ‘ধ্বংস’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তার ঘোষণা বাস্তবায়নের কাজটা মোটেও সহজ হবে না। কারণ ইরাক ও সিরিয়ার মাটিতে এরই মধ্যে ৩১ হাজারেরও বেশি যোদ্ধাকে সংগঠিত করেছে আইএস।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এমন তথ্য জানিয়েছে।

এর আগে অবশ্য সিআইএর ধারণা ছিল, হাজার দশেক যোদ্ধা নিয়ে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করছে আইএস।

সিআইএর মুখপাত্র রায়ান ট্রাপানি এক বিবৃতিতে বলেন, গত মে থেকে আগস্ট পর্যন্ত পাওয়া গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আইএসের যোদ্ধাসংখ্যা অনুমান করা হচ্ছে। যুদ্ধে সাফল্য, খেলাফতের ডাক, তৎপরতা বৃদ্ধিসহ নানা কারণে জুন মাস থেকে আইএসের সদস্য সংখ্যা বেড়েছে। ধারণা করা হচ্ছে, আপাতত এই জঙ্গিড়গোষ্ঠীর হয়ে কাজ করছে ২০ থেকে সাড়ে ৩১ হাজার যোদ্ধা।

এদিকে সিরিয়ায় আইএসের ওপর বিমান হামলার অনুমতি দিয়েছেন বারাক ওবামা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আইএসের বিরুদ্ধে তাদের অভিযানে সমর্থন জোগাড়ের কাজে তৎপর হয়ে উঠেছেন। বৃহস্পতিবার ১০টি আরব দেশ আইএসের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তার আশ্বাসও দিয়েছে।



মন্তব্য চালু নেই