আইএসের প্রশিক্ষিত নারী লাহোরে এনকাউন্টারে নিহত

হায়দ্রাবাদের মেডিকেলের এক ছাত্রী গত শুক্রবার লাহোরে এনকাউন্টারে নিহত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে তিনি সিরিয়ায় আইএসের প্রশিক্ষণ নিতে বাড়ি ছেড়েছিলেন। নওরিন লেঘারি হায়দ্রাবাদের লিয়াকত মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তিন সপ্তাহ আগে তিনি লাহোরে যান এবং নিরাপত্তা বাহিনীর নজরে থাকেন। সিরিয়া থেকে তিনি অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিয়েছিলেন।

সামাজিক মাধ্যমে তার সঙ্গে জঙ্গিরা নিয়মিত যোগাযোগ রেখেছিল। সিরিয়ায় আইএসের সঙ্গে যোগদানের পর লাহোরের আলি তারিকের সঙ্গে তার বিয়ে হয়। পাঞ্জাব হাউজিং সোসাইটিতে যখন গোলাগুলি শুরু হয় তখন আলিও এনকাউন্টারে মারা যান। এ সময় নিরাপত্তা বাহিনীর চারজন আহত হয়।

নিরাপত্তা বাহিনী নওরিনের কাছে কলেজের আইডি কার্ড ও তার বাবার ডিজিটাল আইডি কার্ড পায়। তিনি হায়দ্রাবাদে নিয়মিত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। সিন্ধু পুলিশ পাঞ্জাবের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়। লাহোরে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে আইনরক্ষা বাহিনী।

নওরিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তথ্য দিতে চাননি। তার বাবার ফোনও বন্ধ পায় পুলিশ। সূত্র : ডন।



মন্তব্য চালু নেই