আইএসের পেছনে আছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র: কাস্ত্রো

ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র রয়েছে বলে মন্তব্য করেছেন কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রো। কিউবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত কাস্ত্রোর লেখা এক প্রবন্ধের বরাত দিয়ে রাশিয়া টুডেসহ বিভিন্ন গণমাধ্যম একথা জানিয়েছে।

কাস্ত্রো তার প্রবন্ধে বলেছেন, ‘ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন সিনেটর জন ম্যাককেইন ষড়যন্ত্র করে আইএস গঠন করেছে। যে দলটি এখন ইরাক এবং সিরিয়ার অনেক এলাকা নিয়ন্ত্রণ করছে।’

আইএস গঠনের এই পুরো প্রক্রিয়াকে জার্মানির এসএস ট্রুপের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘ন্যাটোর নেতৃত্বও হিটলারের মতোই আধিপত্যবাদী। তাদের আবস্থানও অ্যাডলফ হিটলারের সাম্রাজ্যের লোভের চেয়ে কোনও অংশে কম নয়।’

কাস্ত্রোর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পশ্চিমা এক কূটনীতিক বলেন, ‘ফিদেল কাস্ত্রোর এখন আর কোনও রাজনৈতিক প্রভাব না থাকতে পারে, কিন্তু তার বক্তব্যের গুরুত্ব রয়েছে।’

প্রসঙ্গত, ৮৮ বছর বয়সী কাস্ত্রো ২০০৬ সালে স্বাস্থ্যগত কারণে তার ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে কিউবার ক্ষমতা হস্তান্তর করেন। সূত্র: ইয়াহু নিউজ।



মন্তব্য চালু নেই