আইএসকে সহায়তার অভিযোগে মার্কিন তরুণীর কারাদণ্ড
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) সহায়তার চেষ্টার দায়ে এক মার্কিন তরুণীকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার কলোরাডো অঙ্গরাজ্যের একটি আদালত এ রায় দেয়।
১৯ বছরের ওই তরুণীর নাম শ্যানন কোনলে। তিনি কলোরাডো অঙ্গরাজ্যের বাসিন্দা। শ্যানন ধর্মান্তরিত হওয়ার পর নাম পাল্টে রাখে হালিমা।
গত বছর এপ্রিলে জার্মানি যাওয়ার চেষ্টার সময় ডেনভার বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি ফ্লাইটে তুরস্ক হয়ে সিরিয়া যেতে চেয়েছিলেন ।সেখানে এক অনলাইনে পরিচয় হওয়া এক তিউনিসীয় আইএস যোদ্ধাকে বিয়ের পরিকল্পনা করেছিলেন । তবে তার বাবা বিষয়টি নাকচ করে দিয়েছেন।
আদালতে দেয়া বিবৃতিতে শ্যানন গ্রেপ্তারের মাধ্যমে তার ‘সম্ভাব্য জীবন বাঁচানোর’ চেষ্টার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি ইসলামি চরমপন্থিদের প্রচারিত সহিংস মতাবাদকে প্রত্যাখান করেন।
তিনি বলেন, ‘আমি সত্যিকার ইসলামে বিশ্বাস করি, যেখানে শান্তির ব্যাপারে উৎসাহ দেয়া হয়।’
তবে আদালতে সরকার পক্ষের কৌঁসুলিরা বলেছেন, যোগাযোগের সময় শ্যানন এবং মৌএলহি (তিউনিসীয় যুবক) জিহাদে অংশ নেয়ার বিষয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন।
মন্তব্য চালু নেই