অ্যাসাঞ্জের আপিল খারিজ, আটকাদেশ বহাল

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আপিল খারিজ করে দিয়ে আটকাদেশ বহাল রেখেছেন সুইডেনের সুপ্রিম কোর্ট। সোমবার আদালত অ্যাসাঞ্জের আপিল খারিজ করে দিয়ে বলেন, যৌন নিগৃহের অভিযোগে তার বিরুদ্ধে আটকাদেশ বহাল থাকবে।

রয়টার্স অনলাইনের এক খবরে এ তথ্য জানানে হয়েছে।

৪৩ বছর বয়সি অ্যাসাঞ্জ ২০১২ সালে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। তিনি মনে করেন, তার বিরুদ্ধে আটকাদেশ বহাল থাকা অবস্থায় দূতাবাস ছাড়লে যুক্তরাজ্য তাকে যৌন নিগৃহ মামলায় সুইডেনের কাছে হস্তান্তর করবে। আর সুইডেন তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। এ যাবৎকালে সবচেয়ে বড় পরিসরে যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসের দায়ে দেশটি তার বিচার করবে, যার সাজা হবে খুবই কঠোর।

২০১০ সালে সুইডেনের একটি আদালত অ্যাসাঞ্জের বিরুদ্ধে আটকাদেশ দেন।

সোমবার সুপ্রিম কোর্ট বলেন, লন্ডনে ইকুয়েডর দূতাবাসেই সুইডেনের পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

অ্যাসাঞ্জের আইনজীবী পার স্যামুয়েলসন রয়টার্সকে জানিয়েছেন, আমাদের যুক্তি উপস্থাপন শেষ না করেই রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। এজন্য আমরা সত্যিই হতাশ।



মন্তব্য চালু নেই