অস্তিত্ব রক্ষায় প্রয়োজন হলে পারমাণবিক বোমা মারবো
অস্তিত্ব রক্ষার জন্য পারমাণবিক বোমা ব্যবহারের প্রয়োজন হলে, আমরা করবো। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ মন্তব্য করেছেন। জিও নিউজ টিভির অনুষ্ঠান জিগরাতে আসিফ বলেন, পারমাণবিক বোমা ব্যবহারের বিষয়টি একটি বিকল্প উপায়। পারমাণবিক বোমা প্রদর্শনীর জন্য নয়, বরং এগুলো সুরক্ষা কবচ- বলেও মন্তব্য করেন পাক প্রতিরক্ষামন্ত্রী। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সোমবার ওই সাক্ষাৎকারে খাজা আসিফ আরও বলেন, আমরা প্রার্থনা করি, আমাদের যাতে কখনই পারমাণবিক বোমা ব্যবহার করতে না হয়। কিন্তু যদি প্রয়োজন হয়, অস্তিত্ব রক্ষার জন্য আমরা করবো। তার অভিযোগ, পাকিস্তানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্ত্রাসবাদ উসকে দিয়ে প্রক্সি যুদ্ধ খেলছে ভারত। এর আগে পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মুশাররফ মন্তব্য করেছিলেন, শবেবরাতে ফুটানোর জন্য পারমাণবিক বোমা তৈরি করা হয়নি।
মন্তব্য চালু নেই