অস্ট্রেলিয়ায় জঙ্গি নাশকতার ছক বানচাল, ধৃত ২

অস্ট্রেলিয়ায় ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৩ দিন। এর মধ্যেই জঙ্গি নাশকতার ছক অস্ট্রেলিয়ায়। যদিও পুলিশের প্রচেষ্টায় বানচাল হয় সেই হামলার ছক। অস্ট্রেলিয়ার ফেডারাল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে সিডনির একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে তারা। ওই দুই ব্যক্তির সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর যোগাযোগ আছে বলে পুলিশের দাবি।

 

সিডনির এক শহরতলি এলাকায় তল্লাশি চালিয়ে গতকাল পুলিশ ২৪ ও ২৫ বছরের ওই দুই জঙ্গির সন্ধান পায় বলে জানা গিয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার কাথ বার্ন জানিয়েছেন, তাঁদের কাছ থেকে একটি ধারালো ছুরি, একটি আইএসের পতাকা ও একটি ভিডিও পাওয়া গেছে। যেখানে জঙ্গিরা হামলার বিষয়ে কথাবার্তা বলছে।

 

পুলিশের ধারণা গতকালই হামলা ঘটানোর ছক কষেছিল ওই জঙ্গিরা। যদিও কী ধরণের হামলার ছক তাঁরা কষেছিল সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।



মন্তব্য চালু নেই