অস্ট্রেলিয়ায় কুমিরের উৎপাত, হাত হারালেন নারী
অস্ট্রেলিয়ার উত্তরপশ্চিম অঞ্চলের ছোট শহরের ছোট এক নদীতে কুমিরের আক্রমনের শিকার হয়ে হাত হারিয়েছেন এক নারী।
৬০ বছর বয়স্ক ওই নারী স্থানীয় সময় বুধবার বিকালে এই হামলার শিকার হয়।
সেন্ট জন অ্যাম্বুলেন্সের মুখপাত্র অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে জানায়, ওই নারী যখন নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন কুমির ডাঙার খুব কাছাকাছি ছিল। এখন তিনি স্থানীয় এক হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার পরিস্থিতি স্থিতিশীল।
পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। তবে বন্যপ্রানী বিভাগের কর্মকর্তারা ওই স্থানে আসার আগেই কুমিরটি সেখান থেকে সটকে পড়ে। বন্যপ্রানী বিভাগের মুখপাত্র বলেন, ধারনা করছি কুমিরটি লবনাক্ত পানির। আমরা খুব শীঘ্রই ওই কুমিরটি চিহ্নিত করতে পারব এবং ফাঁদে ফেলে কুমিরটি ধরতে পারব।
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কুমিরের প্রভাব বেশি। ১৯৭১ সালে দেশটির সরকার বন্যপ্রানী সংরক্ষন আইন করলে এই সংখ্যা আরও বেড়ে যায়।
প্রতি বছর দেশটিতে কমপক্ষে দুজন কুমিরের আক্রমনে মারা যায় বলে জানা যায়।
মন্তব্য চালু নেই