অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুসান লেই পদত্যাগ করেছেন। সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। খবর বিবিসির।

প্রধানমন্ত্রী মালকোম টার্নবুল জানিয়েছেন, শুক্রবার তিনি লেইয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। অভিযোগের বিষয়ে তদন্তকালে কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথ সাহায্য করবেন বলে রাজি হয়েছেন লেই।

বেশ কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নানা ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটছে। এক বিবৃতিতে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে টার্নবুল বলেছেন, মন্ত্রিসভার সদস্যরা আচরণ ও কর্মক্ষেত্রে তাদের সর্বোচ্চ মান রক্ষা করবেন এমনটাই আশা করি। বিশেষ করে জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে তাদের আরো সচেতন হতে হবে।

তবে পদত্যাগপত্রে লে দাবি করেছেন, তিনি কোনো নিয়ম ভঙ্গ করেননি।



মন্তব্য চালু নেই