অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঝড়ে নিহত ৩

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ব্যাপক ঝড়-বৃষ্টিতে নদী প্লাবিত হয়ে ৩ জনের প্রাণহানী হয়েছে। ঝড়ে বহু মানুষ নিখোঁজ রয়েছে। এছাড়া গাছ উপড়ে পরাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় বন্যা আঘাত হানে। এখানে ৭টি বড় নদী থাকায় ঘন ঘন বন্যা হয়। তাসমানিয়া বন্যায় ২ জন ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার বন্যায় একজনকে ওইসে নদীতে ভাসিয়ে নিয়ে যায়। এছাড়া এক নারীসহ অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।

বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বিকেল থেকে অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঝড়ের কারণে সোমবার সকালে তাসমানিয়ায় বেশিরভাগ অফিস বন্ধ রাখা হয়।



মন্তব্য চালু নেই