‘অস্ট্রেলিয়ায় হামলা আসছে’: প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট জানিয়েছেন, গত সপ্তাহে সে দেশের সিডনি শহরের ক্যাফেতে হামলার পর নিরাপত্তা কর্মকর্তারা গোপন সন্ত্রাসী কথাবর্তা আড়ি পেতে শুনেছেন।
জাতীয় নিরাপত্তা কমিটির সাথে তিনি এ বিষয় নিয়ে মঙ্গলবার একটি বৈঠক করেছেন।
বৈঠকের পর মি. অ্যাবট জানান, অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলার শঙ্কা এখন আগের চেয়ে বেশি এবং যে কোন সময়ে আক্রমণ ঘটতে পারে।
তার এই মন্তব্য এমন একদিনে এল যেদিন সিডনি ক্যাফেতে হামলায় মৃত দুই ব্যক্তির অন্ত্যেস্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
ইরানি শরণার্থী মান হারোন মনিস সিডনির লিন্ড ক্যাফেতে লোকজনকে জিম্মি করে আটক করে।
এই ঘটনার ১৬ ঘন্টা পর অস্ট্রেলীয় নিরাপত্তা বাহিনী ঐ ক্যাফেতে অভিযান চালায় এবং সে সময় দুব্যক্তি নিহত হন।
মন্তব্য চালু নেই