অসহায় রোহিঙ্গা উদ্বাস্তুদের পূনর্বাসনের আগ্রহ দেখিয়েছে আফ্রিকার ছোট্ট দেশ গাম্বিয়া

আয়তনে মাত্র ৪,১২৭ বর্গমাইলের এক ছোট্ট দেশ । কিন্তু হৃদয়টা বিশাল বড় ।

প্রায় উনিশ লাখ অধিবাসীর এক তৃতীয়াংশই বাস করে দারিদ্র সীমার নীচে । অনেকে ডার্ক কন্টিনেন্ট বলে যে আফ্রিকাকে সেই আফ্রিকার পশ্চিমে আটলান্টিকের তীরে অবস্থিত দেশটি । নাম গাম্বিয়া ।

অকুল সমুদ্রে ভাসা দুর্ভাগা ও প্রত্যাখ্যাত উদ্বাস্তু রোহিঙ্গা মুসলিমদেরকে আশ্রয় দিয়ে তাদের পূনর্বাসনের আগ্রহ প্রকাশ করেছে জাম্বিয়ার সরকার ।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক সংবাদ বার্তায় জাম্বিয়ার সরকার বলেছেন, ‘মানুষ হিসাবে, বিশেষ করে মুসলমান হিসাবে আমাদের পবিত্র দায়িত্ব হচ্ছে এই অসহায় মানুষগুলির অবর্ণনীয় দুর্ভোগ ও কষ্ট লাঘব করা । এজন্য আমরা জাম্বিয়ার অধিবাসীরা আগ্রহী ‘জলে ভাসা মানুষ’দেরকে (Boat People) আশ্রয় দিয়ে তাদের পূনর্বাসন করতে চাই ।

এই সব দুর্ভাগা মানুষদেরকে জাম্বিয়ায় পৌঁছে দিতে বিবেকসম্পন্ন সকল দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ।’



মন্তব্য চালু নেই