অল্পের জন্য রক্ষা পেলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। সোমবার সকালে রাজধানী মালেতে ফেরার সময় তাকে বহনকারী স্পিডবোটে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে ইয়ামিন আহত হননি।

সৌদি আরবে হজ পালন শেষে সোমবার দেশে ফেরেন ইয়ামিন। হুলহুল বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে স্পিডবোটে করে রাজধানী মালেতে ফিরছিলেন তিনি, তার স্ত্রী ফাতিমা ইবরাহিম ও কয়েকজন সরকারি কর্মকর্তা । পথে হঠাৎ স্পিডবোটে বিস্ফোরণ ঘটে। এতে ইয়ামিনের স্ত্রী, এক জ্যেষ্ঠ প্রটোকল কর্মকর্তা ও এক দেহরক্ষী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী কারণে স্পিডবোটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

প্রেসিডেন্টের কার্যালয়ের মন্ত্রী মোহাম্মদ হোসাইন শরিফ বলেন, ‘প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন। তিনি ফার্স্টলেডির সঙ্গে হাসপাতালে গেছেন। সামান্য আহত হলেও ফার্স্টলেডিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই