অরুণাচলে রেলপথ না বানাতে ভারতকে চীনের হুঁশিয়ারি
অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকার সঙ্গে রাজ্যর রাজধানী ইটনাগরের সঙ্গে রেল যোগাযোগের জন্য বিশাল বাজেটের প্রকল্প হাতে নিয়েছে ভারত। এতে ভারতের ওপর ক্ষেপেছে চীন। অরুণাচল রাজ্যে রেলপথ না বানাতে হুঁশিয়ারি দিয়েছে চীন। অমিমাংসিত এলাকায় ভারত অর্থ খরচ করলে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো খারাপ হবে বলেও সাবধান করেছে দেশটি।
মেঘ-মালার দেশ হিসেবে পরিচিত উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের অনেকাংশ অমীমাংসিত উল্লেখ করে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তাওয়াং জেলায় ভারত একতরফা রেলপথ তৈরির চেষ্টা করলে ফল ভালো হবে না।
অরুণাচলের তাওয়াং সীমান্ত চীন এবং ভারতের মধ্যে অমীমাংসিত অঞ্চলগুলোর একটি। এখানে রয়েছে দু’দেশের সীমানা নিয়ে বিরোধ। গত ১ এপ্রিল রাজ্যর রেলমন্ত্রী এই রেল লাইন স্থাপনে সার্ভে করার কাজের উদ্বোধন করেন। ভারতীয় পত্রিকায় অনুযায়ী, ব্রডগেজের এই লাইন নির্মাণে দেশটি ৭০ হাজার কোটির বেশি রুপি খরচ করার উদ্যোগ নিয়েছে।
এতে তাওয়াং এর সঙ্গে কয়েকটি জেলা ও অরুণাচলের রাজধানীর সঙ্গে যোগাযোগ আরো নিবিড় হবে। পার্শবর্তী প্রদেশ আসামের সঙ্গে দুরত্ব কমবে ও যোগাযোগ আরো সহজ হবে।
ভারতের এই প্রকল্পের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা আশা করছেন ভারত সতর্ক হবে, সংযম দেখাবে এবং কোনো রকম একতরফা পদক্ষেপ থেকে বিরত থাকবে। নয়তো পরিস্থিতি আরও জটিল হতে পারে।
প্রসঙ্গত, ১৯৬২ সালের যুদ্ধে তাওয়াংসহ অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়েছিল চীনা বাহিনী। পরে চীন সৈন্য প্রত্যাহার করে নিলেও এলাকার দাবি ছাড়েনি। অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অংশকে চীন দক্ষিণ তিব্বত বলে দাবি করে। তাই তাওয়াং-কে ভারত নিজের রেল মানচিত্রের অন্তর্ভুক্ত করার কথা ভাবতেই আপত্তি তুলতে শুরু করেছে এশিয়ার ক্ষমতাধর এই দেশটি।
অরুণাচল প্রদেশের কিছু এলাকা নিয়ে ভারত-চীনের মধ্যে সমস্যা চলছে। প্রায় ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দৈর্ঘ্যর সীমান্ত নিয়ে চলছে বিরোধ। এ বিরোধ সামাধানে দুটি দেশ কাজ করে যাচ্ছে বলেও বিশ্ব মিডিয়ায় খবর প্রকাশিত হয়ে আসছে।
মন্তব্য চালু নেই