অভিবাসী সংকট : মালয়েশিয়ায় জরুরি বৈঠক

অভিবাসী সংকট নিয়ে জরুরি বৈঠক বসেছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড এতে অংশ নিয়েছে। আঞ্চলিক অভিবাসী সংকট থেকে উত্তরণের পথ নিয়ে বৈঠকে কথা হচ্ছে।

কয়েক হাজার মিয়ানমারের রোহিঙ্গা এবং বাংলাদেশি অভিবাসী সাগরে ভাসছে। তাদের বহনকারী নৌকার অবস্থা ভালো নয় এবং বেঁচে থাকার মতো পর্যাপ্ত খাবারও নেই তাদের কাছে। দারিদ্র্যপীড়িত এসব মানুষ একটু ভালো থাকার আশায় সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার কোনো দেশে আশ্রয় নিতে চায়।

কুয়ালালামপুর বৈঠকে অংশ নেওয়া তিন দেশের কেউ-ই অভিবাসীদের আশ্রয় দিতে প্রস্তুত নয়। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অভিবাসীদের নৌকা উপকূলে ভিড়তে না দিয়ে ফিরিয়ে দিয়েছে।
বুধবার বৈঠক শুরুর কিছু সময় পরে ইন্দোনেশিয়ার উপকূল থেকে ৩৫০ অভিবাসীকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন এসব অভিবাসীকে উদ্ধার করে।

উদ্ধারকৃত অভিবাসীদের সম্পর্কে আচেহ প্রদেশের লাংসা শহরের তল্লাশি ও উদ্ধারবিষয়ক প্রধান খাইরুল নোভে বলেছেন, ‘তারা পানি স্বল্পতাজনিত রোগে ভুগছে, তারা খুবই দুর্বল হয়ে পড়েছে এবং ভীষণ ক্ষুধার্ত। উদ্ধারকৃতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।’

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আচেহ প্রদেশের জলসীমায় প্রায় ৫০০ অভিবাসী নৌকায় ভাসছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।



মন্তব্য চালু নেই