অভিনব প্রতিবাদ
তুষারের ঝড়ের কারণে বিমানটি নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। ঝড় থামার অপেক্ষায় যাত্রী নিয়ে বিমানটি রানওয়েতেই অপেক্ষা করছিল। কিন্তু এই দেরী সহ্য হচ্ছিল না দুই যাত্রীর। ব্যস, শুরু করে দিলেন চিৎকার চেঁচামেচি। যাত্রীদের ক্ষেপিয়ে তুললেন বিমানে বাতাস পাওয়া যাচ্ছে না বলে। এক ফাঁকে তাদের একজন খুলে ফেললেন বিমানটির দুটি জরুরী বর্হিগমন পথ। ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিন-পশ্চিম চীনের চেঙডু বিমানবন্দরে।
কুনমিং পুলিশ জানায়, বিমাটি যাতে উড্ডয়ন করতে না পারে এবং যাত্রীদের বিমানবন্দরে ফিরিয়ে নেয়ার দাবিতে ঝৌ বিমানের দুটি জরুরী বর্হিগমন পথ খুলে দেয়। এ ঘটনায় ঝৌ এবং লি নামে এক ট্যুর গাইডকে ১৫ দিনের আটকাদেশ দেয়া হয়েছে। এজাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও ২৫ যাত্রীকে আটক করা হয়েছে। অন্যদের আরেকটি বিমানে করে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়া হয়েছে।
দ্রুত বর্ধণশীল বিমান পরিবহণ ব্যবসা খাতে চীনের অবস্থান বিশ্বে দ্বিতীয়। তবে বিমান পরিবহণে ব্যাপক রুট ও কঠোর সেনা নিয়ন্ত্রনের কারণে দেরীতে ফ্লাইট উড্ডয়নে বিশ্বে এর সবচেয়ে বাজে রেকর্ড রয়েছে।
মন্তব্য চালু নেই