অবৈধভাবে সিম নিবন্ধনের অভিযোগে আটক ২২

অবৈধভাবে সিম নিবন্ধনের অভিযোগে রাজধানীর তেজগাঁও থেকে ২২ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে এই ২২ জনকে আটক করা হয়।

আজ বুধবার সকালে তেজগাঁও জোনের ডিসির বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও ওই খুদে বার্তায় উল্লেখ করা হয়।



মন্তব্য চালু নেই