অবৈধভাবে মক্কায় প্রবেশ, ৯৮ হাজার হজযাত্রী আটক
৯৮ হাজার হজযাত্রীকে আটক করে ফেরত পাঠিয়েছে সৌদির নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। অবৈধভাবে মক্কায় প্রবেশের পথে তাঁদেরকে আটক করা হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল তুর্কি মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, অবৈধভাবে মক্কায় প্রবেশের পথে হজের অনুমতিপত্র ব্যতীত প্রায় ৯৮ হাজার হজযাত্রী আটক ও ব্যাপক তল্লাশি চালিয়ে ২৫ হাজার ২১৬টি যানবাহন ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়াও প্রায় ৮৫টি যানবাহনের লাইসেন্স বাতিল করা হয়েছে। যানজট কমানো ও পদব্রজে হজযাত্রীদের নির্বিঘ্নে হাঁটাচলা করার লক্ষ্যে মক্কায় শুধু খাদ্যবস্তু, তরল পদার্থ ও জরুরি ওষুধ ছাড়া বড় ধরনের যানবাহন চালাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’
প্রসঙ্গত, প্রতিবছর অসংখ্য মানুষ হজব্রত পালন করার উদ্দেশে অনুমতিপত্র ছাড়াই অবৈধভাবে মক্কায় প্রবেশ করেন। গত বছর বিপুল সংখ্যক হজযাত্রী আটকের পর তাদের ওপর ১০ বছর মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। চলতি বছরে মক্কায় প্রবেশ পথে বিভিন্ন জায়গায় চেক পোস্ট বসিয়ে বিপুল সংখ্যক হজযাত্রীকে আটক করছে সৌদি প্রশাসন।
মন্তব্য চালু নেই