অবিশ্বাস্য !! মাত্র ১৯ দিনেই গজিয়ে উঠলো ৫৭ তলর আকাশচুম্বী বিল্ডিং! (ভিডিও সহ)

১৯ দিনেই মানুষ বানিয়ে ফেললো একটি ৫৭ তলার বিশাল দালান! স্থাপত্যশিল্পের নতুন নজিরই বলতে হবে একে। মানে গড়ে প্রতিদিন ৩ তলা করে নির্মাণ করেছে চীনের এক নির্মান প্রতিষ্ঠান। কীভাবে মাত্র ১৯ দিনে কিভাবে ৫৭ তলা বিল্ডিং তৈরী করা সম্ভব? জেনে নিন ব্রড সাসটেইনেবল বিল্ডিং নামের ওই চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে!

বিল্ডিংটিতে মোট ৮০০ টি অ্যাপার্টমেন্ট আছে এবং অনায়াসেই এতে ৪ হাজার লোকের সংকুলান করা সম্ভব। প্রথমে বিল্ডিংটি ২২০ তলা করার পরিকল্পনা ছিলো। কিন্তু বিমানবন্দরের খুব কাছে হওয়ায় পরে পরিকল্পনা কাটছাঁট করতে হয়। বিল্ডিংটি নির্মানের পুরো ভিডিওটি দ্রুত সময়ের মধ্যে দেখলে বোঝা যাবে, প্রতি সেকেন্ডে কিভাবে নাটকীয় পরিবর্তন হয়েছে বিল্ডিংটিতে।

বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে চীনের হুনান প্রদেশের রাজধানী চাংসায়। এর আগেও একই শহরে প্রতিষ্ঠানটি মাত্র ১৫ দিনে ৩০ তলা বিল্ডিং নির্মান করেছিলো। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের প্রযুক্তি মানব ইতিহাসের সবচেয়ে বিষ্ময়কর আবিষ্কার।



মন্তব্য চালু নেই