অবশেষে ফারজানার আঁচলে বন্দি সামিউল

নিউইয়র্কের সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনে আইটি বিভাগে কর্মরত এবং গণমাধ্যমের প্রিয়মুখ সহকর্মী সামিউল ইসলামের শুভকাজ (বিবাহ) সম্পন্ন হয়েছে। পাত্রী ফারজানা আশ্রাফী পলক। ঢাকায় ৯ আগস্ট রোববার দুই পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে তাদের দু’জনের ধর্মীয় প্রথানুসারে শুভ বিয়ের কাজ সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সামিউল তার এই শুভকাজের খবরটি পোস্ট করেন।

বরিশালের মরহুম নুর আহমেদ হাওলাদারের কনিষ্ঠ পুত্র সামিউল ইসলাম এবং মুন্সীগঞ্জের মরহুম এস এম আশ্রাফুল হকের কনিষ্ঠ কন্যা ফারজানা আশ্রাফী পলক’র বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী ১৪ আগস্ট শুক্রবার নূর কমিউনিটি সেন্টার, শহীদ ফারুক রোড, যাত্রাবাড়ী ঢাকা। বৌ-ভাত ১৫ আগষ্ট শনিবার দি ধানমন্ডি পার্টি সেন্টার, রোড ৯/এ ধানমন্ডি ঢাকা।

নিউইয়র্ক প্রবাসী পাত্র সামিউল ইসলাম পেশাগত জীবনে একজন আইটি ও ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার এবং পাত্রী ফারজানা আশ্রাফী পলক শিক্ষকতা পেশায় নিয়োজিত। নব দম্পত্তি সবার কাছে দোয়া চেয়েছেন।



মন্তব্য চালু নেই