অন্তিম মুহূর্তে নেতানিয়াহুর সরকার গঠন

সময়সীমা পার হওয়ার ঠিক আগ মুহূর্তে নতুন জোট সরকার গঠন করলেন ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে নেতানিয়াহুকে সরকার গঠনে বুধবার রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রুভেন রিভলিন। খবর এএফপি ও রয়টার্সের।

নতুন সরকার গঠনের পরও স্বস্তিতে থাকতে পারবে না নেতানিয়াহু প্রশাসন। ১২০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে নেতানিয়াহু জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ৬১-এ। অর্থাৎ সরকার গঠনে প্রয়োজনীয় ৬০ আসনের চেয়ে মাত্র একটি বেশি। এ কারণে ভবিষ্যতে জোটের কোনো দল বেঁকে বসলেই ভেঙ্গে যাবে সরকার।

ছুরির আগায় থাকলেও ৬১টি আসন নিয়ে জোট গঠন করতে পেরেই খুশি ডানপন্থী লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহু।

নেসেট-এ (ইসরায়েলী পার্লামেন্ট) বুধবার রাতে জোট গঠনের পর নেতানিয়াহু বলেন, ‘আমি আগেই বলেছি যে, ৬১টি আসন বেশ ভালো সংখ্যা এবং ৬১টির বেশি আরও ভালো। তবে এটা (সরকার) ৬১টি আসন দিয়েই শুরু হলো।’

তিনি আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট ও স্পিকারকে জানাতে যাচ্ছি যে, আমরা সরকার গঠনে সমর্থ হয়েছি।’

আগামী সপ্তাহেই নতুন সরকার কাজ শুরু করবে বলে জানিয়েছেন নেতানিয়াহু।

জোট গঠনের আগে পার্লামেন্টে জুইস হোমের নেতা নাফতালি বেনেটের সঙ্গে আলোচনা করেন নেতানিয়াহু। উভয় পক্ষের মধ্যে সমঝোতার পরই সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়।

নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন নতুন সরকারে জুইস হোম ছাড়াও অর্থোডক্স তোরাহ জুদাইজম, শাস পার্টি ও কুলানু দল রয়েছে। জোটভুক্ত রাজনৈতিক সব দলই ইহুদিপন্থী।

নতুন করে সরকার গঠনের মাধ্যমে টানা চারবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলেন নেতানিয়াহু।

লিকুদ পার্টি এ দিন সরকার গঠনে ব্যর্থ হলে মধ্য-বামপন্ধী জুয়নিস্ট ইউনিয়নকে সরকার গঠনের ‍সুযোগ দেওয়া হতো। দেশটিতে অনুষ্ঠিত ১৭ মার্চের নির্বাচনে ২৪টি আসন লাভ করেছিল জুয়নিস্ট ইউনিয়ন। অপরদিকে সর্বোচ্চ ৩০টি আসন লাভ করে লিকুদ পার্টি।



মন্তব্য চালু নেই