অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করল স্বামী
রাজধানীর মানিকনগরে অন্তঃসত্ত্বা তানজিলা রহমান বিনতিকে (৩০) হত্যা করেছেন তার পাষণ্ড স্বামী। এ ঘটনায় স্বামী শাহ আলম সোহাগকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের মামা ফরহাদ হোসেন জানান, সোহাগ কসমেটিকসের ব্যবসা করেন। পাঁচ বছর আগে বিনতির সঙ্গে তার বিয়ে হয়। মানিকনগরের ৩৫/১ নম্বর বাসার তৃতীয় তলায় তারা ভাড়া থাকেন। বিনতি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের পাঁচ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রায়ই সোহাগ আর বিনতির মধ্যে পারিবারিক কলহ হতো। মঙ্গলবার গভীর রাতে কলহের একপর্যায়ে সোহাগ বিনতির পেটে লাথি মারেন। এতে অচেতন হয়ে পড়লে সোহাগ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিনতিকে মৃত ঘোষণা করেন।
সোহাগের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রাতেই ঢাকা মেডিক্যাল ক্যাম্পের পুলিশ তাকে আটক করে মুগদা থানায় হস্তান্তর করে।
মন্তব্য চালু নেই