অত্যাশ্চার্য এক গুহার গল্প! (ভিডিও)
রিড ফ্লুট গুহা প্রকৃতির এমন এক সৃষ্টি যা সৃষ্টিকর্তা নিজ মহিমায় তৈরি করেছেন। গুহাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, তা দেখলে মনে হয় কোন চিত্রকর এর ভেতরে রংয়ের বাহার তৈরি করেছেন।
চায়নার উত্তর-পশ্চিমাঞ্চলে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে গুইলিং শহরে অবস্থিত। এটি ‘প্রাকৃতিক আর্টস প্রাসাদ’ নামেও পরিচিত। গুইংমিল হিল বা ব্রাইট হিল নামের পাহাড়ের নিচে এই গুহা অবস্থিত। এটি অত্যন্ত দর্শনীয় একটি স্থান। পর্যটকেরা এখানে অবশ্যই পরিদর্শন করেন।
একজন কিংবদন্তীর নামের সাথে মিল রেখে এই গুহার নামকরণ করা হয়েছিল। গুহার প্রাকৃতিক আর্ট থাকার কারণে এটি প্রাসাদ হিসেবে বিখ্যাত ছিল। ১৯৬২ সাল থেকে এই গুহা জনসাধারণের জন্য খুলে দেয়া হয়। এর ভেতরের আর্ট সবসময় যেন দেখা যায় এর জন্য ভিজ্যুয়াল এফেক্ট ব্যবহার করা হয়েছে।
ভিডিও:
মন্তব্য চালু নেই