অচিরেই মুখোমুখি ওবাবা-পুতিন!
আগামী সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন বারাক ওবামা নিউইয়র্কে মুখোমুখি হতে চলেছেন। সংবাদসংস্থা এপি সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা২৪ বলছে, এবছর এই প্রথমবার আমেরিকা ও রাশিয়ার মত দুই দেশের রাষ্ট্রপ্রধানরা মুখোমুখি বসতে চলেছেন। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ ও হোয়াইট হাউস সূত্রে এই খবরের সত্যতা স্বীকার করেছে।
এমনিতেই আমেরিকা ও রাশিয়া- মধ্যে সম্পর্ক সাপে-নেউলে বললে বেশি বলা হবে না। পুতিন আগামী সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তৃতা দেবেন। তারপরের ঘণ্টায় সম্ভব মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন পুতিন, জানিয়েছেন পেসকভ। মস্কো-ওয়াশিংটন দুই তরফেই উত্তেজনা যে হারে বেড়ে চলেছে, তার পরিপ্রেক্ষিতে এই হাই প্রোফাইল বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। বৈঠকে ইউক্রেন প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: কলকাতা২৪
মন্তব্য চালু নেই