অক্সফোর্ড ডিকশনারিতে জায়গা পাচ্ছে ট্রাম্পের মুখনিসৃত দুই শব্দ

মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটযুদ্ধের সময়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে বেশ কিছু নতুন ইংরেজি শব্দ শোনা যায়। এর মধ্যে দুটি শব্দ এবার জায়গা করে নিচ্ছে ‘অক্সফোর্ড ডিকশনারি’-তে।

নতুন এ দুটি শব্দ হলো, ক্লিকটিভিজম (Clicktivism) এবং হ্যাটেরেড (haterade)। ক্লিকটিভিজম শব্দের অর্থ pejorative word for armchair activists on social media। অর্থাৎ ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তোলা। অন্যদিকে হ্যাটেরেড (haterade) শব্দের অর্থ excessive negativity, criticism, or resentment। অর্থাৎ মাত্রাতিরিক্ত নেতিবাচক মনোভাব, চুলচেরা সমালোচনা অথবা বিরক্তিভাব।

এছাড়াও হোয়াইট হাউসের মসনদে বসার লড়াইয়ে উঠে এসেছে আরও বেশ কিছু নতুন শব্দ। সেই তালিকায় রয়েছে otherize, herd mentality- র মতো শব্দ।

অক্সফোর্ড ডিকশনারির কনটেন্ট ডেভলপমেন্টের প্রধান অ্যাঙ্গস স্টিভেনসন এসব তথ্য জানিয়েছেন।



মন্তব্য চালু নেই