হামাগুড়ি দিয়ে বিশ্ব রেকর্ড (ভিডিও)
শিশুদের নিয়ে অদ্ভুত সব প্রতিযোগিতার কথা প্রায়শ শোনা যায়। আর এবার এমনি এক অদ্ভুত প্রতিযোগিতার আয়োজন করলো জাপান। জাপানের ইয়োকোহামা শহরের একটি মার্কেটে বেনেস নামক একটি সংস্থার তত্ত্বাবধানে আয়োজন করা হয় এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার। আর এই প্রতিযোগিতায় প্রায় ৬০০ জনের মতো শিশু অংশগ্রহন করে। অংশগ্রহনকারীদের সবার বয়স ছিল ছয় থেকে ষোল মাস।
বেশ উৎসুকভাব নিয়ে মায়েরা তাদের সন্তানকে নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। অবুঝ শিশুরা প্রতিযোগিতার মানে না বুঝে অনেকে ভয়ে কেঁদেই শেষ। এরই মাঝে সবাইকে পেছনে ফেলে জয়ী হলো শাও নামের এক শিশু। তবে শিশুদের নিয়ে এই হাস্যকর প্রতিযোগিতার আবারও রয়েছে কিছু নিয়মকানুন। আর সঠিক নিয়ম না মানায় প্রতিযোগিতা থেকে বাদ পড়তেও হয় অনেককে।
গত বছর ৪৫০ জন শিশুকে নিয়ে এই ধরণেরই একটি প্রতিযোগিতার আয়োজন করে গিনেস রেকর্ড গড়েছিল চীন। এবার এই রেকর্ড ভেঙ্গে এগিয়ে রয়েছে জাপান। এছাড়াও জাপান ছোট শিশুদের নিয়ে বিভিন্ন সময় নানান প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
ভিডিও:
https://youtu.be/E5QB50XU3EQ
মন্তব্য চালু নেই