শিশুদের টার্গেট করেছে ব্রাজিলের ‘সেক্স গ্যাঙ’
বিশ্বকাপ উপলক্ষে শিশুদের টার্গেট করে তৎপরতা চালাচ্ছে ব্রাজিলের ‘সেক্স গ্যাঙ’। ১১/১২ বছরের শিশুকন্যাদের কৌশলে ধরে এনে তাদের দিয়ে যৌন ব্যবসা চালানোর জন্য এরইমধ্যে তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে।
ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল দেখতে আসা পর্যটকদের চাহিদার প্রতি নজর রেখেই এমনটি করা হচ্ছে। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়েছে।
ব্রাজিলের প্রত্যন্ত এলাকায় অনন্ত ৫ লাখ সহায় সম্বলহীন মানুষ বাস করে। তাদের পরিবারের শিশুকন্যাদের সহজেই এ পথে আনা যায়। তাছাড়া ওইসব পরিবারের বেশিরভাগ মেয়েই যৌনকর্ম করেই রোজগার করে থাকে। তারা কোনো স্বজনের হাত ধরে অথবা ট্রাক চালকদের মাধ্যমে এ পেশায় আসে।
শিশুদের যৌন কাজ থেকে বিরত রাখার জন্য যারা সচেতনতামূলক কাজ করছেন, তারা জানিয়েছেন, বিশ্বকাপ উপলক্ষে ব্যাপকভাবে শিশুদের যৌন ব্যবসায় নিয়োজিত করা হচ্ছে।
আর এ কাজে নিশ্চুপ থাকায় ব্রাজিলের ওই সমাজের ‘সংস্কৃতি’। অনেক সময় মায়েরাই মহাসড়কের পাশের যৌন পল্লীতে মেয়েদের নিয়ে যায় টাকার জন্য। সেখানে এটা খুবই স্বাভাবিক ঘটনা।
সেখানে মেয়েদের যৌন পল্লীতে বিক্রি করে দেয়া হয় বাংলাদেশি মুদ্রায় মাত্র এক থেকে দেড় হাজার টাকায়।
আগামী ১২ জুন ব্রাজিলে বিশ্বকাপের পর্দা উঠছে।
মন্তব্য চালু নেই