রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আহত তিন

রাজধানীর জুরাইনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আলী হোসেন, সোহেল ও রুবেল নামের তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে আলী হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক সূত্র জানায়, আজ রাত ৮ টার দিকে শ্যামপুর বালুর মাঠ এলাকায় একটি চায়ের দোকানে সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে পালিয়ে যায়।

আহত আলী হোসেন (৩০) সাংবাদিকদের জানান, এক বন্ধুকে নিয়ে তিনি চায়ের দোকানের পাশে দাড়িয়ে চা খাচ্ছিলেন। হঠাৎ একটি শব্দ শুনতে পান। দেখেন তার পা থেকে রক্ত ঝরছে। ঐ খানে থাকা আরো দুই জন আহত হয়। তিনি আরো জানান, রাস্তার ওপারে একটি মাহফিল চলছিল।



মন্তব্য চালু নেই