মোদিসহ ২২ জনকে হত্যার পরিকল্পনা আল-কায়েদার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির ২২ শীর্ষ রাজনীতিককে হত্যার পরিকল্পনার কথা জানিয়েছে দেশটিতে গ্রেফতার আল-কায়েদার তিন জঙ্গি। সোমবার তামিল নাড়ুর মাদুরাই থেকে তাদের গ্রেফতার করা হয়। খবর এনডিটিভির।
ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনএসআই) তাদের গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
এই তিনজনকে গ্রেফতার পর তাদের কাছ থেকে পাওয়া একটি পেনড্রাইভ থেকে মোদিসহ ২২ জনকে হত্যার পরিকল্পনার কথা জানতে পেরেছেন গোয়েন্দারা।
আরো দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পিটিআইকে জানিয়েছে পুলিশ।
মন্তব্য চালু নেই