ফেসবুকে ধরা খেল ছিনতাইকারী!

বিশ্বাস করুন আর নাই করুন, যুক্তরাষ্ট্রে এক তরুণীর কাছে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে ধরা খেয়েছে এক যুবক। কেননা এর মাত্র কদিন আগেই সে ওই তরুণীর ব্যাগ ছিনতাই করেছিল। ধরা পড়ার পর এখন সে জেলের ঘানি টানছে।

এই অদ্ভূত ঘটনাটি সম্প্রতি রিপলেইস বিলিভস অর নট অনুষ্ঠানেও প্রচারিত হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক ‘কিতসাপ সা’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয, ওই চোরের নাম রিলে মুলিনস। ২৮ বছরের রিলে কয়েকদিন আগে এক ফেরি টার্মিনাল এক তরুণীর পার্স আর আইপড ছিনিয়ে নেয়। ঘটনাক্রমে কিছুদিন পর তার কাছেই আবার ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় রিকে। কিন্তু তার বাহুর ত্রিভুজাকৃতির ব্যতিক্রমী উল্কিটি দেখে ছিনতাইকারীকে ঠিক চিনে ফেলেন তরুণী। এরপর তিনি পুলিশকে ঘটনাটি জানান। পুলিশি তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয। ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তাকে কারাগারে পাঠান হয়েছে।

ওই মেয়ের ধারনা , পার্সে থাকা আইডি কার্ড থেকেই রিকে তার নাম ঠিকানা জোগাড় করেছিল এবং তার কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছিল।
এ ঘটনার পর থেকে ফেসবুকে মুলিনসের খেতাব হয়েছে ‘পার্স চোর’।



মন্তব্য চালু নেই