পুরান ঢাকায় জুতার কারাখানায় আগুন, দগ্ধ ৩

রাজধানীর বংশাল আলুবাজার ছোট মসজিদ এলাকার একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে আল আমিন (২০), ওসমান (২৫), আব্দুস সামাদ (৩১) নামের ৩ যুবক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আল আমিন ও ওসমানের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ আব্দুস সামাদ।
তিনি বলেন, তারা রাতে কারখানায় জুতার কাজ করছিলেন। জুতার ফিনিশিংয়ের কাজ করার সময় হঠাৎ কেমিক্যাল থেকে আগুন ধরে যায়। এতে তিনজন অগ্নিদগ্ধ হন। আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ অবস্থায় প্রতিবেশি আরিফসহ কয়েকজন মিলে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দগ্ধ তিনজনই বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
« এবার ৫০০ টাকায় পৌঁছে যাবেন চাঁদে! (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) প্রিয়াঙ্কাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, উত্তাল ভারতের রাজনীতি »
মন্তব্য চালু নেই