নিহত জঙ্গিরা আত্মঘাতী হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্টে নিহত চার জঙ্গি আত্মঘাতী হয়েছে বলে জানিয়েছেন পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি খুরশীদ হোসেন।
বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন তিনি। এসময় তিনি বলেন, অভিযান চালানোর সময় জঙ্গিরা আস্তানার ভেতরেই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। সেই বিস্ফোরণেই তারা মারা গেছে।’ এছাড়া, অভিযানে এক নারী ও একটি শিশুকে উদ্ধার করা হয়েছে।
সিটিটিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, শিবনগরের ওই আস্তানায় আত্মঘাতী হওয়া চার জঙ্গির মধ্যে একজন আবু আলী। দুই মাস আগে সে-ই বাড়িটি ভাড়া নিয়েছিল। নিহত বাকি তিন জঙ্গিও পুরুষ।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিম পরিচালিত অপারেশন ঈগল হান্টে জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া ও আবুর ছোট মেয়ে চার বছর বয়সী সাজিদা খাতুনকে উদ্ধারের পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিআইজি জানান, সুমাইয়া তিন মাসের অন্তঃসত্ত্বা।
অভিযানের সমাপ্তি ঘোষণার পর ঘটনাস্থল থেকে গণমাধ্যকর্মীসহ সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই